আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পীরগাছায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, হোটেল মালিকের উপর চড়াও স্থানীয়রা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 10 আগস্ট, 2025

রংপুরের পীরগাছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার দেউতি ও সৈয়দপুর বাজারে রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে দেউতি বাজারের রুহা ভেটেনারি মেডিসিন কর্নারকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৭ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা, সৈয়দপুর বাজারের মিষ্টি ঘরকে পণ্যের দাম না লেখায় ১ হাজার টাকা এবং বৈকালি হোটেলকে খাবার তৈরিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে স্থানীয়রা বৈকালি হোটেলের মালিক হারুন অর রশীদের ওপর চড়াও হন। ক্ষুব্ধ স্থানীয়রা বলেন, এতদিন এভাবে নোংরা পরিবেশে ও অস্বাস্থ্যকরভাবে খাবার প্রস্তুত করে আমাদের খাওয়ানো হয়েছে—এটা আমরা জানতাম না। তারা প্রশাসনের কাছে এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানান।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম এবং রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম