আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা বিএনপি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 16 আগস্ট, 2025

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রূপলাল দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়ায় নিহতের বাড়িতে গিয়ে রূপলালের স্ত্রী শ্রীমতি মালতির হাতে নগদ ৭০ হাজার টাকা প্রদান করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য মোঃ মতিয়ার রহমান, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী শাহীন, কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নিহতের পরিবারকে গভীর সমবেদনা জানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় ভ্যানচোর সন্দেহে গণপিটুনির শিকার হন রূপলাল দাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম