আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

আমদানি বৃদ্ধি পাওয়া হিলিতে খুচরা বাজারে দাম কমল জিরার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 4 আগস্ট, 2025

গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে জিরার। এদিকে হিলি খুচরা বাজারে
দাম কমতে শুরু করেছে পণ্যটির। মসলা আমদানিকারকরা বলছেন, অন্যান্য পণ্য আমদানি কম হলেও ভারত থেকে
জিরার আমদানি আগের থেকে কিছুটা বেড়েছে। তাই খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। পণ্যটির
দাম কমায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
সোমবার (৪ আগস্ট) সকালে হিলি মসলা খুচরা বাজার ঘুরে জানা যায়, তিন সপ্তাহের ব্যবধানে কেজিতে
৭০ টাকা দাম কমেছে জিরার। যে জিরা তিন সপ্তাহ আগে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেই
জিরা আজ তা ৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছর একই এসময়ে ১০০০ থেকে ১১০০ টাকা
কেজি দরে জিরা বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে হিলি স্থলবন্দও দিয়ে পর্যাপ্ত পরিমান জিরা আমদানি হয়েছে। তাই বাজারে
জিরার দাম স্বাভাবিক হতে শুরু করেছে । এক বছরের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে। আবার বিগত দুই
বছর পূর্বে এই বন্দর বাজারে জিরার কেজি ছিলো ২৮০ থেকে ৩০০ টাকা কেজি। জিরার আমদানি
স্বাভাবিক থাকলে পূর্বের দামে ফিরবে বলে আশা করছেন মসলা ব্যবসায়ীরা।
বিরামপুর থেকে মসলা কিনতে আসা একজন বলেন, হিলি বাজারে জিরার দাম অনেকটা কমে গেছে। গত
দুই মাস আগে যে জিরা ৬০০ টাকার উপরে কিনেছিলাম, আজ তা কিনলাম ৫৩০ টাকা কেজি হিসেবে।
দাম কম হওয়াতে এক কেজি জিরা কিনলাম।
নয়ন নামের আর একজন ক্রেতা বলেন, কোরবানির ঈদ আসলেই আমাদের মসলার প্রয়োজন বেশি হয়। ঈদের
আগেই হিলি মসলা বাজার থেকে মসলা কিনি। তবে আজ জিরা কিনতে আসলাম। গত কোরবানির ঈদে
জিরা ৬১০ টাকা কেজি কিনেছিলাম। আজ সেই জিরা ৫৩০ টাকা কেজি দরে কিনলাম। তবে আগের
জিরার যে বাজার ছিলো, ওই বাজার ফিরে আসলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের উপকার হতো।
হিলি বাজারের খুচরা মসলা ব্যবসায়ী আওলাদ হোসেন শাওন বলেন, হিলি বন্দরে প্রচুর জিরা আমদানি
হয়েছে। বর্তমানও আমদানি স্বাভাবিক রয়েছে। আবার বর্তমান মসলার বেচা বিক্রি একেবারে কম।
সবমিলে কমে গেছে জিরার দাম। এভাবে আমদানি বৃদ্ধি পেলে জিরার দাম আগের দামে ফিওে আসবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম