ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পলিটেকনিক শিক্ষার্থীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করানোর হুমকি প্রদান, প্রকৌশল অধিকার আন্দোলনের অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক তিন দফার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাশের আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অযৌক্তিক তিন দফা দাবি কোনভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দশম গ্রেড কারো হাতে ছেড়ে দেওয়া হবে উল্লেখ করে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন