আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদের উদ্যোগে শিশুদের জন্য দু’মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 12 সেপ্টেম্বর, 2025

ঠাকুরগাঁওয়ে শিশুদের জন্য দু’মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পুকুরে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রশিক্ষক মো. আনিসুজ্জামান।

শিশুদের নিয়ে আসা অভিভাবকেরা জানান, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। জেলা শহরে কয়েকটি সুইমিংপুল থাকলেও সেখানে শিশুদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাই প্রশাসনের এ উদ্যোগকে বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস ও ইউএনও খাইরুল ইসলাম বলেন, “সাঁতার না জানার কারণে প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যায়, যা অত্যন্ত দুঃখজনক। এ প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা সাঁতার শিখলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। প্রয়োজনে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।”

জানা গেছে, এ সাঁতার প্রশিক্ষণে জেলার বিভিন্ন বয়সী অর্ধশতাধিক শিশু অংশ নিয়েছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার—এভাবে দু’দিন প্রশিক্ষণ হবে এবং তা চলবে আগামী দুই মাস ধরে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম