বিরলে হোয়াইট হাউস রিসোর্টে অনৈতিক কার্যকলাপ : আটককৃত ৭ জনকে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

দিনাজপুরের বিরল উপজেলার জীবন মহল পার্ক (হোয়াইট হাউস) রিসোর্টে পুলিশ প্রশাসনের অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত অবস্থায় নারী-পুরুষসহ মোট সাতজনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।
শনিবার (১৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ মারুফাত হোসেনের নেতৃত্বে সদর সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম, কোতোয়ালি থানার ওসি মোঃ নুরুজ্জামান ও বিরল থানার ওসি আব্দুস সাত্তার দীর্ঘ সাত ঘণ্টা এই যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অনুমোদনবিহীনভাবে রিসোর্ট পরিচালনা এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে রিসোর্ট মালিকপক্ষ ও কয়েকজন নারী-পুরুষকে আটক করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রিসোর্ট মালিক মোঃ শাহিন (৩৭), সাহানাজ (৩০), জাকির (৩৮) এবং অন্য আটকরা হলেন শারমিন আক্তার (২৮), মোহাম্মদ আব্দুল হালিম (৩৫), মোহাম্মদ মোস্তাক আলী (৩৫), মোহাম্মদ মিজানুর রহমান (৪৮) ও জুয়েল (৪৫)।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতির পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদনহীন ব্যবসা ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে রিসোর্ট মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আটক অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন