প্রেমঘটিত কারণে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমের সম্পর্ক থেকে মানসিক হতাশায় নিজ বাড়ির আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম জিতু রায় (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে দেবিগঞ্জ উপজেলার নিজ গ্রামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, জিতু প্রেমঘটিত কারণে ডিপ্রেশনে ছিলেন। তিনি তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে পরিণতির দিকে যান, যেখানে বিচ্ছেদের কষ্ট ও ব্যর্থ সম্পর্কের কথা উল্লেখ করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামানিক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা সমাধানে প্রতি বুধবার মনোরোগ বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয়ে আসেন।” একই কথা জানান প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানও। তিনি আরও বলেন, প্রয়োজনে এ বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন