আজঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ -এ ১৭ ভাদ্র ১৪৩২ - ১৭ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় হত্যা মামলার প্রধান আসামি আল আমিন ও তার ভাই আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 17 আগস্ট, 2025

পঞ্চগড়ের জনবহুল সিনেমা হল এলাকায় চাঞ্চল্যকর ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার প্রধান আসামি ফারাজ ইসলাম আল আমিন ও তার ভাই আকাশকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত জাবেদ উমর জয় (১৮) পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। তিনি চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি শহরের কদমতলা এলাকায় একটি ফলের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। একই সঙ্গে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন।

ঘটনার পর নিহত জয়ের বড় ভাই আশরাফ আলী বাদী হয়ে সদর থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ ইতোমধ্যে অজ্ঞাত ও এজাহারভুক্ত তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “ঘটনার পর থেকেই আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রধান আসামি ও তার ভাইকে আটক করা আমাদের জন্য বড় সাফল্য।”

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে জয়কে ছুরিকাঘাত করেন ছাত্রদল কর্মী আল আমিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম