দিনাজপুরে ভিপি নুরের আগমন উপলক্ষে গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের আগামী ৮ নভেম্বর দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ‘উত্তরের ইশতেহার’ ঘোষণা উপলক্ষে জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে বীরগঞ্জে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ কর্মী সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি তৌহিদুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ফয়জুল্লাহ ফয়েজ।
কর্মী সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ট্রাক প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মাহমুদুল হাসান।
তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকারের আমল থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সংগ্রামী ভূমিকা রেখে যাচ্ছেন। তাঁদের আগমনে দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের ঘাঁটিতে পরিণত হবে।”
মাহমুদুল হাসান আরও বলেন, জেলা সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. গোলাম আজম সমাবেশ সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন— আমরা সবাই মিলে এ আয়োজনকে সফল করব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহসভাপতি মো. সোহেল রানা, জেলা শ্রমবিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস আলী আকাশ ও ধর্মবিষয়ক সম্পাদক দয়াল চন্দ্র রায় প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন