কুড়িগ্রামের ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭ আসনে দলের একক প্রার্থী নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ আসনে (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) দলের সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) সাবেক জেলা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলাম এবং কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী,রৌমারী ও চর রাজিবপুর) জেলা কমিটির অন্যতম সদস্য আজিজুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন, ‘ কুড়িগ্রামের চারটি আসনে যাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তৃণমূলও তাদেরকেই প্রার্থী হিসেবে চেয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী কেন্দ্র মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে। ভোটারদের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জেলার সবকটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন