দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা, নেতাকর্মীদের আনন্দ মিছিল
                            ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দিনাজপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এরমধ্যে দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার নাম প্রকাশিত হয়।
প্রার্থী ঘোষণার পরপরই দিনাজপুর জেলা বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেল রোডের দলীয় কার্যালয়ে জড়ো হন। সেখানে তারা উল্লাস প্রকাশ করেন এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ইনস্টিটিউট মাঠে আতশবাজি ফোটানো হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “এই ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত। দেশনেত্রী এই আসন থেকে নির্বাচিত হলে দিনাজপুরবাসীর সম্মান বৃদ্ধি পাবে।” তিনি সকলকে ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, “সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নেত্রীর পক্ষে কাজ করবো এবং বিপুল ভোটে তাকে বিজয়ী করবো।”
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন বলেন, “দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিলাম। আজ সেই আশা পূরণ হয়েছে। নেতাকর্মী ও জনগণ একসঙ্গে কাজ করবে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
                            
                                                                                    
                                
                                
                                
                                
                                
                                
মন্তব্য লিখুন