রংপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী সরকার
                            আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। 
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছে মোহাম্মদ আলী সরকার। 
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি ২০০১ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।
১৯৭৯ সালে এই আসনে মোঃ ইলিয়াছ আলী বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। দীর্ঘ দিন এই আসনটি জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামীলীগের দখলে থাকলেও এবার নতুন করে আমার আলো দেখছে বিএনপির কর্মীসমর্থকরা।
 
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
                            
                                                                                    
                                
                                
                                
                                
                                
                                
মন্তব্য লিখুন