নীলফামারী-৪ আসনে গফুর সরকারের চূড়ান্ত মনোনয়ন উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির শুভেচ্ছা মিছিল ও পথসভা
                            নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। তার এই মনোনয়নকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা মিছিল ও পথসভা আয়োজন করেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝর্ণা মোড়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, ও কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক, স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন ও পলাশ ইসলাম, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, যুবদলের দপ্তর সম্পাদক বেলাল হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহুবার রহমান বাদশা, চাঁদখানা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবসহ নয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, “গফুর সরকারের মার্কা মানেই ধানের শীষের মার্কা। বিএনপির প্রতিটি সৈনিককে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জনগণের সমর্থনে আমরা বিজয়ী হবই।”
তিনি আরও বলেন, “গফুর সরকার সংসদে নির্বাচিত হলে কিশোরগঞ্জের রাস্তাঘাট, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। ক্ষুদ্র শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে ইনশাল্লাহ।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
                            

                                
                                
                                
                                
                                
                                
মন্তব্য লিখুন