নারী কর্মকর্তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পার্বতীপুর সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের ডিজিএম গ্রেপ্তার
                            দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্ন্যাকুড়ি শাখা অফিসের ডিজিএম ও ইনচার্জ মোঃ হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
রবিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে পার্বতীপুর জোনাল অফিসের প্রধান কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) দুপুরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের রানীরবন্দর শাখার এজিএম ও ইনচার্জ মোছাঃ আরজিনা খাতুন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি হারুন অর রশিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত হারুন অর রশিদ ওই নারী কর্মকর্তাকে গলা টিপে হত্যার চেষ্টা, শ্লীলতাহানি ও মারধর করেন। এ সময় উপস্থিত গ্রাহকরা বাধা দিলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি ওই নারী কর্মকর্তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারছেন। ঘটনার পর আরজিনা খাতুন চিরিরবন্দর উপজেলা হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে, অফিসের কয়েকজন সহকর্মী জানান, হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ, জাল সনদে চাকরি ও অসদাচরণের অভিযোগ রয়েছে। বিন্ন্যাকুড়ি শাখার প্রায় ২০ গ্রাহকের বিমা সঞ্চয়ের টাকা ও দাবি চেক আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ ওঠে।
অভিযুক্ত হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন,
“২৭ অক্টোবরের ঘটনায় আমি ক্ষমা চেয়েছি। গ্রাহকদের টাকা ফেরত দেবো, ভুল হয়েছে।”
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন,
“ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। নারী কর্মকর্তার দায়ের করা মামলায় হারুন অর রশিদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের দিনাজপুর জেনারেল ম্যানেজার ফিরোজ সরদার সাজু বলেন,
“নারী কর্মকর্তার মামলায় পুলিশ ডিজিএম হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
                            
                                                                                    
                                
                                
                                
                                
                                
                                
মন্তব্য লিখুন