দিনাজপুর-০৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, জাতীয় সংসদের আসন-৯ দিনাজপুর-০৪(চিরিরবন্দর- খানসামা) আসনে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
মনোনয়ন ঘোষণার পর চিরিরবন্দর ও খানসামা উপজেলা বিএনপি অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের প্রকাশ দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাচ্ছেন। এছাড়াও প্রার্থীদের পক্ষে তৃণমূল পর্যায়ে সমর্থন জোরদারের আলোচনা শুরু হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন