গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
২০২৫-২৬ অর্থবছরে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিস।
উপজেলার ১৩টি ইউনিয়নের ৩ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বীজ ও সার পেয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তারা ও স্থানীয় কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম বলেন, “সরকারের এ প্রণোদনা কর্মসূচি রবি ফসল চাষে কৃষকদের উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন