আজঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ -এ ১৭ ভাদ্র ১৪৩২ - ১৭ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

বসুন্ধরায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত, আহত ১

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 16 আগস্ট, 2025

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন— মো. রাব্বি (১৮), মো. লিটন (৩৫) ও ফরিদুল ইসলাম (৪০)। তারা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক। আহত শ্রমিক শাহিনুর রহমানকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর সড়কের একটি ভবনের পানির ট্যাংকের ভেতরে চার শ্রমিক কাজ করতে নেমেছিলেন। তারা ছাদের নিচের কাঠ ও বাঁশের খুঁটি খোলার সময় বিদ্যুতায়িত হন। পরে অন্য শ্রমিকরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত ও একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

ওসি রাকিবুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পানির ট্যাংকের ভেতরে বিদ্যুৎ সংযোগ ছিল। এতে কাজ করার সময় শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম