আজঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ -এ ১৭ ভাদ্র ১৪৩২ - ১৭ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবিরের থানা প্রতিনিধিদের মতবিনিময় সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 16 আগস্ট, 2025

ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় কুড়িগ্রামের উলিপুরে একটি হলরুমে জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় সভাটি সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মুহতারাম জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তিনি বক্তব্যে বলেন, আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুলের সুন্নাহ এবং ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন ও তা জীবনে প্রয়োগ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। ইসলাম শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, এটি এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা নৈতিকতা, সামাজিক সম্পর্ক, অর্থনীতি ও রাজনীতি সহ জীবনের সব ক্ষেত্রে পথপ্রদর্শক।

তিনি থানা দায়িত্বশীলদের উদ্দেশ্য করে বলেন, সকল জনশক্তিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং নফল ইবাদতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে।

সভায় ছাত্রশিবিরের জেলা দায়িত্বশীলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম