নীলফামারীর দুই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা, দুইটিতে অপেক্ষা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর দুই আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী সংসদীয় আসন-১৩ নীলফামারী-০২ (সদর) আসনে দলের সম্ভাব্য প্রার্থী বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। একইভাবে সংসদীয় আসন-১৫ নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গফুর সরকার।
মনোনয়ন ঘোষণার পর নীলফামারীর বিএনপি অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের প্রকাশ দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাচ্ছেন। এছাড়াও প্রার্থীদের পক্ষে তৃণমূল পর্যায়ে সমর্থন জোরদারের আলোচনা শুরু হয়েছে।
তবে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) ও নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। এ দুটি আসনে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন, তা জানার অপেক্ষায় রয়েছেন জেলার রাজনৈতিক অঙ্গণের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন