তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পুড়িয়া হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারাগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ দল শনিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মোঃ নুর হোসেন বোয়াইল (৪৯)। তিনি উপজেলার ২ নং কুর্শা ইউনিয়নের কুর্শা জিগাতল এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ ফারুক বলেন, “নুর হোসেন এলাকার মাদক ব্যবসার একটি বড় মাথা। তাঁর গ্রেপ্তার মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন