মসজিদ কমিটির বিরোধের জেরে মৌলভীবাজারে ব্যবসায়ী খুন

মো: রফিকুল আলম কাওছার (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মসজিদ কমিটির অভ্যন্তরীণ বিরোধের জেরে মৌলভীবাজারে রুবেল আহমদ (৪০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত রুবেল আহমদ শহরের শমশেরনগর রোডস্থ সদাইপাতি এলাকার “এফ রহমান ট্রেডিং”-এর স্বত্বাধিকারী ছিলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল দিকে একদল দুর্বৃত্ত রুবেল আহমদকে উপর্যুপরি আঘাত করে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় সিএনজি চালকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নিহত রুবেল আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন