আজঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ -এ ১৭ ভাদ্র ১৪৩২ - ১৭ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

ঠাকুরগাঁওয়ের বসভাঙ্গা বসন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 7 আগস্ট, 2025

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় 'জিংক গম ও জিংক ধান' শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসভাঙ্গা বসন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বসভাঙ্গা বসন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায়। এসময় আরও বক্তব্য দেন, ইএসডিওর রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমানসহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। 


স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামে বসভাঙ্গা বসন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০জন শিক্ষকসহ ১০০জন  ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম